শনিবার ২৫ অক্টোবর ২০২৫
প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০৮ এএম
কুষ্টিয়া-ঝিনাইদহ অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী শনিবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ সার্ভিস।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে প্রতি ঘণ্টায় বাস সার্ভিসের দাবি জানায় আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট। গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় প্লাটফর্মটি।

জানা গেছে, নতুন শিডিউল অনুযায়ী সকাল ৮.০০ টা, ৯.০০টা,১০.০০টা এবং সকাল ১১.০০ টা ক্যাম্পাস অভিমুখে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে। অনুরূপভাবে দুপুর ১.০০ টা, ২.০০ টা, ৩.০০ টা এবং বিকেল ৪.০০ টা ক্যাম্পাস থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বাস পরীক্ষামূলক চলবে।

এদিকে আগ্রাসনবিরোধী জোট প্লাটফর্মের নেতা এবং সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু না থাকার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় অপচয় হতো এবং শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতেন। আমরা এ ব্যাপারে স্মারকলিপি দেই, যদিও এটা নিয়ে আগে থেকেই কাজ করছিলাম। দেরিতে হলেও অবশেষে ইবি প্রশাসন কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে আগামী শনিবার থেকে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য পরিবহন প্রশাসক স্যারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থী ভাই-বোনের কাছে আহ্বান থাকবে— প্রথমদিকে কিছু প্রতিবন্ধকতা তৈরি হবে, সেগুলো সহজভাবে নেওয়ার অনুরোধ রইল।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ যুক্ত করা হবে ইনশাআল্লাহ।’


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার করতে হবে: আখতার
রাজধানীতে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ
নির্বাচনে সব দলকেই অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
শেষ হচ্ছে নিষেধাজ্ঞা: মধ্যরাতে ইলিশ শিকারে নামবেন জেলেরা
নিম্নচাপে রূপ নিলো লঘুচাপটি, উত্তাল সাগর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গৌরনদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি
আপনারা হক কথা বলতে পিছপা হবেন না: সাংবাদিকদের উদ্দেশ্যে রেজাউল করিম
টেকনাফে অপহরণ ও পাচারের ফাঁদে আটকে থাকা ৪৪ নারী-শিশু উদ্ধার
বামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft