মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
কর্মবিরতি প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:০৪ পিএম
চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম ফিরে এসেছে যানবাহন ও সিএন্ডএফ কর্মচারীদের বর্ধিত গেট পাস ফি (মাশুল) স্থগিত করার কারণে। রবিবার দুপুরে যানবাহনের বর্ধিত ট্যারিফ স্থগিতের পর সন্ধ্যায় সিএন্ডএফ কর্মচারীদের প্রবেশে বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত হয়। ফলে সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত কর্মবিরতি প্রত্যাহার করায় সকাল থেকেই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, রবিবার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর বৈঠকে যানবাহনের গেট পাসের বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত হয়। পরে বিকেলে সিএন্ডএফ কর্মচারীদের গেট পাস ফিও পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত স্থগিত করা হয়।

তিনি বলেন, সোমবার বন্দরে কারও কোন কর্মসূচি ছিল না। মূলত রবিবার বিকেল থেকেই বন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হয়। আমদানি ও রপ্তানি পণ্য খালাস ও আনা-নেওয়া হয়।

রবিবার বিকেলে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ট্রেইলার শনিবার থেকে বন্ধ ছিল। ফলে আমদানি পণ্য ডেলিভারি বন্ধ ছিল। বিষয়টির সঙ্গে দেশের আমদানি-রপ্তানি জড়িত। তাই বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে শ্রমিক ও মালিকদের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সরকারি অনুমোদনক্রমে জারি করা এ গেজেট বন্দর প্রশাসন তাৎক্ষণিক কোনোরকম কারেকশন কিংবা বন্ধ করতে পারে না। তারপরও পরিবহন শ্রমিকদের বিষয়টা বিবেচনা করে যানবাহনের ক্ষেত্রে বর্ধিত গেট পাস ফি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্ত. জেলা রুটে কনটেইনার পরিবহন করে। তাদের সঙ্গে যোগ দেয় ট্রাক, কাভার্ডভ্যান মালিক শ্রমিকরাও। অন্যদিকে, সিএন্ডএফ কর্মচারীদের বন্দরে প্রবেশ ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ (ভ্যাটসহ) টাকা করায় দৈনিক চার ঘণ্টা করে (সকাল ৯টা থেকে দুপুর ১টা) কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। 

তবে রবিবারের বৈঠকের পর তারাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী বলেন, গেটপাস ফি বাড়িয়ে দেওয়ার কারণে আমরা কর্মবিরতি পালন করছিলাম। রোববারও আমাদের কর্মবিরতি ছিল। পরে যানবাহনের বর্ধিত গেট পাস ফি তুলের নেওয়ার পর আমরাও বন্দর সচিবের সঙ্গে বৈঠক করি। বন্দর চেয়ারম্যানের নির্দেশে আমাদের বর্ধিত গেট পাস ফিও স্থগিত করা হয়। এজন্য আমরা রাতেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft