শনিবার ১৮ অক্টোবর ২০২৫
দেশবন্ধু পলিমার কর্মমুখর
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকদের কাজে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম
দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশবন্ধু পলিমার কর্মমুখর হয়ে উঠেছে। গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভার্চুয়ালি যুক্ত হয়ে গত মঙ্গলবার শ্রমিকদের দাবির ব্যাপারে আশ্বস্ত করলে শ্রমিকরা কাজে ফিরে যান। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় হঠাৎ নরসিংদীতে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোস দেখা দিলে তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রুপের চেয়ারম্যান তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেন। 

শুধু দাবির বিষয়েই কথা বলেন নি, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শ্রমিকদের সঙ্গে নানা কুশলাদি বিনিময় করেন। তিনি এও বলেন, আমি যখন ফ্যাক্টরিতে আসি তখন তোমাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলি। 

এ সময় গ্রুপের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আরও কথা বলেন, দেশবন্ধু পলিমার প্যাকেজিংয়ের সিওও এস এম নাসির উদ্দিন। তিনি এ সময় শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়ে কথা বলেন। শ্রমিকরা তার কথায় আশ্বস্ত হন এবং কাজে যোগদান করেন। 

এ সময় শ্রমিকরাও তাদের বেতনসহ নানা অসুবিধার বিষয়ে গ্রুপের চেয়ারম্যান ও দেশবন্ধু পলিমার প্যাকেজিংয়ের সিওও এস এম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকরা চেয়ারম্যানের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। 

আলোচনার সময় পলিমারের জেনারেল ম্যানেজার (জিএম) সাখাওয়াত হোসেন, ফ্যাক্টরিতে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে আনোয়ার পারভেজ, সোহাগ, রুস্তম ও মো. সুমন কথা বলেন। এ সময় শ্রমিকরা মনযোগ দিয়ে কর্মকর্তাদের কথা শুনেন এবং কাজে ফেরার আশ্বাস দেন এবং সঙ্গে সঙ্গেই কাজে যোগ দেন। ভবিষ্যতে এরকম অসন্তোস হবে না বলেও আশ্বস্থ করেন শ্রমিকরা। 

আজকালের খবর/বিএস 
 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি
খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা জানালেন ডা. জাহিদ
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও ৪ বাম দল
জুলাই সনদে অংশ না নেওয়া ডিস্টার্বের অংশ: মির্জা আব্বাস
রাজনৈতিক কৌতুহলী সংলাপে প্রকাশ্যে ‘দেলুপি’র টিজার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আড়াল ভাঙলেন সালমা জাহান, বললেন ‘নতুন উদ্যোমে ফিরে এসেছি’
দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন
জানা গেল রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ
জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-আগুন
ডিমলায় হত্যা মামলার পালাতক আসামি দম্পতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft