প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশবন্ধু পলিমার কর্মমুখর হয়ে উঠেছে। গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ভার্চুয়ালি যুক্ত হয়ে গত মঙ্গলবার শ্রমিকদের দাবির ব্যাপারে আশ্বস্ত করলে শ্রমিকরা কাজে ফিরে যান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় হঠাৎ নরসিংদীতে দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোস দেখা দিলে তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রুপের চেয়ারম্যান তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেন।
শুধু দাবির বিষয়েই কথা বলেন নি, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান শ্রমিকদের সঙ্গে নানা কুশলাদি বিনিময় করেন। তিনি এও বলেন, আমি যখন ফ্যাক্টরিতে আসি তখন তোমাদের সঙ্গে নানান বিষয়ে কথা বলি।
এ সময় গ্রুপের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আরও কথা বলেন, দেশবন্ধু পলিমার প্যাকেজিংয়ের সিওও এস এম নাসির উদ্দিন। তিনি এ সময় শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়ে কথা বলেন। শ্রমিকরা তার কথায় আশ্বস্ত হন এবং কাজে যোগদান করেন।
এ সময় শ্রমিকরাও তাদের বেতনসহ নানা অসুবিধার বিষয়ে গ্রুপের চেয়ারম্যান ও দেশবন্ধু পলিমার প্যাকেজিংয়ের সিওও এস এম নাসির উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকরা চেয়ারম্যানের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।
আলোচনার সময় পলিমারের জেনারেল ম্যানেজার (জিএম) সাখাওয়াত হোসেন, ফ্যাক্টরিতে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে আনোয়ার পারভেজ, সোহাগ, রুস্তম ও মো. সুমন কথা বলেন। এ সময় শ্রমিকরা মনযোগ দিয়ে কর্মকর্তাদের কথা শুনেন এবং কাজে ফেরার আশ্বাস দেন এবং সঙ্গে সঙ্গেই কাজে যোগ দেন। ভবিষ্যতে এরকম অসন্তোস হবে না বলেও আশ্বস্থ করেন শ্রমিকরা।
আজকালের খবর/বিএস