মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:০২ পিএম
ওয়ানডেতে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অভিষেকেই ফিফটির দ্বারপ্রান্তে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করতে না চাইলেই হয়তো প্রথম ম্যাচেই ফিফটিটা পেতে পারতেন তিনি। কিন্তু ৪৬তম ওভারে রোস্টন চেসকে বাউন্ডারি হাঁকাতে গেলেন অঙ্কন। তার ব্যাট মিস করতেই অফস্পিনারের বল আঘাত হানে উইকেটে। স্লোগ সুইপে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করা অঙ্কন এতে হতাশ হয়ে কিছুটা সময় পিচে থাকলেন। তাতে থেমে চায় তার ৪৬ রানের ইনিংস। তিন-চারে ধীর গতির ইনিংসটি খেলেন ৭৬ বলে।

অঙ্কনের মতো ধীর গতির ব্যাটিং করে অন্যরাও বাংলাদেশকে হতাশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশ কোনো রকমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুই শ রান পার করতে পেরেছে। তাওহিদ হৃদয়ের ফিফটিতে ২০৭ রান করে বাংলাদেশ। রান হবে কী করে? বড় সংগ্রহ দাঁড় করাতে হলে শুরুটা করতে হয় দারুণ।

কিন্তু বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলীয় ৮ রানেই ফিরলেন। সেখান থেকে ৭১ রানে জুটি গড়ে অবশ্য ধাক্কা সামলালেন নাজমুল হোসেন শান্ত-হৃদয়। কিন্তু রান তুললেন শম্ভুক গতিতে। ব্যক্তিগত ৩২ রান করে যখন শান্ত বিদায় নিলেন ততক্ষণে তৃতীয় উইকেটের জুটিটি গড়তে দুজনে বল খেলেছেন ১২০।
বাংলাদেশ দলীয় স্কোর ১০০ করতে পেরেছে ৩০ ওভারে।

উইকেট ৩টিই। ইনিংসের একমাত্র ফিফটিয়ানের ইনিংসটিও ছিল ‘গরুর গাড়ির’ মতো। ৩ চারে ৫১ রানে যখন হৃদয় বিদায় নিলেন তখন নামের পাশে বলের সংখ্যা ৯০। অন্যরা টেস্ট খেললেও শেষ দিকে যা একটু টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ হোসেন। তার ২৬ রানের সৌজন্যে শেষে দুই শ রান পাড় করতে পেরেছে বাংলাদেশ। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১ চারে। ক্যাবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেইডন সিলস।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft