প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৩ এএম

বয়স ৪০ হলেও এখনও ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলকে ছুটে চলেছেন তিনি। আয়ের দিক থেকে সবার থেকে এগিয়ে এই তারকা ফুটবলার।
ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ্যে শীর্ষে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বছরে ২৮ কোটি ইউরো আয় করেছেন তিনি।
এই তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
গত মে মাসে প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায়ও তৃতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির আয় বছরে ১৩ কোটি ইউরো। ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের আয়ের বেশিরভাগই মাঠের বাইরের চুক্তি থেকে আসে। অ্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে মেসির। গত বছর একটি স্পোর্টস ড্রিংকও এনেছেন আর্জেন্টাইন মহাতারকা।
সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০.৪ কোটি ইউরো আয় নিয়ে আছেন তিনে। সেরা পাঁচে থাকা অন্য দুই জন হলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৯.৫ কোটি ইউরো) ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড (৮ কোটি ইউরো)।
ছয়ে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র (৬ কোটি ইউরো), সাতে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫.৫ কোটি ইউরো)। আট নম্বরে আল নাস্রের সেনেগালিজ তারকা সাদিও মানে (৫.৪ কোটি ইউরো), নয়ে রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম (৪.৪ কোটি ইউরো)।
এই তালিকায় চমক ইয়ামালের উপস্থিতি। দুর্দান্ত উত্থানে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ৪.৩ কোটি ইউরো আয়ে আছেন দশম স্থানে। ফোবর্স বলছে, বিস্ট বাই ড্রে, অ্যাডিডাস, কোনামি এবং পাওয়ারএডের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি আছে তার।
আজকালের খবর/বিএস