বুধবার ১৫ অক্টোবর ২০২৫
রাতে ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ এএম
ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশ এলাকায় সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান। 

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেন ও কী কারণে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
রাতে সোয়াটের এক কর্মকর্তা জানান, বাড়তি পুলিশ ওই এলাকায় রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যরাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল ঢাকায় মার্কিন দূতাবাসের বিপরীতে রাজধানীর নতুনবাজার এলাকায় একটি বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
বামনায় শিক্ষকদের হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা
লড়াই করেও হেরে গেলো টাইগ্রেসরা
ডিমলায় শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft