প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:১৪ পিএম

চলতি বছরের শুরুতে অনেকটা আড়াল রেখেই বিয়ে করেছেন পাকিস্তানি সিনেমার কিংবদন্তী অভিনেতা নাদিম বেগের বড় ছেলে ফারহান বেগ। তিনি বিয়ে করেছেন দেশটির ছোটপর্দার জনপ্রিয় মুখ দানিয়া আনোয়ারকে। যেহেতু ফারহান মায়ের দিক থেকে ঢাকার। তিনি কিংবদন্তী পরিচালক এহতেশামের মেয়ের বড় ছেলে। তাই ঢাকার পাঠকদেরও রয়েছে ওই পরিবারের প্রতি বিশেষ আগ্রহ। আর আগ্রহ উসকে দিয়েছেন স্বয়ং লাস্যময়ী মডেল অভিনেত্রী দানিয়া আনোয়ার।
জানা গেছে, প্রথম দিকে এ নিয়ে ফিসফাঁস শুরু হলেও কেউ স্বীকার করেনি। পরে এই প্রতিবেদকের কাছে দানিয়া আনোয়ার নিজেই বিয়ের কথা স্বীকার করে নেন। পরে নাদিম বেগ নিজেও সত্যতা নিশ্চিত করেন। স্বীকারোক্তিতে দুই সন্তানের জননী দানিয়া বলেন, আমরা প্রথমে দুই বছর সম্পর্কে ছিলাম। এরপর বিয়ের সিদ্ধান্ত নেই।
দানিয়া আনোয়ার এরআগে ১৯ বছর বয়সে বিয়ে করেন। কিন্তু প্রথম স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে তাকে ডিভোর্স দেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরো জানান, তার মেয়ে তাকে এই পদক্ষেপ নিতে জোরালোভাবে উৎসাহিত করেছিল।
ব্যক্তিগত বিকাশের কথা তুলে ধরে, দানিয়া তার বর্তমান দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাওয়ার কথা বলেন। তার মতে দ্বিতীয় বিয়ে কেবল তার সুখের জন্যই নয়, বরং তার সন্তানদের উন্নতির জন্যও ছিল।
নাদিম বেগ পরিবারের প্রশংসা করে দানিয়া আনোয়ার বলেন, অতীতকে বিদায় করে তিনি বর্তমান নিয়ে সুখী। তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে যথেষ্ট স্নেহ ও কাজের প্রতি উৎসাহ যোগাচ্ছেন।
দানিয়া আনোয়ার হীর, কাহা তুম চালে গায়ে, জান্নাত সে আগায়ে, হাব, বদনসীবের মতো সিরিয়ালে কাজ করেন। তিনি পাশাপাশি কস্টিউম ডিজাইনার হিসেবে পাকিস্তান ইন্ডাস্ট্রিতে বেশ সমাদৃত।
আজকালের খবর/আতে