ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে। জানা গেছে, বৃষ্টি ও দড়িকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়াতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও যানবাহন চালকরা দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন। অল্প দূরত্বের যাত্রীরা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
যানজটে আটকের ইয়াছিন আরাফাত জানান, ‘যানজট লাঙ্গলবন্দ হতে চিটাগাংরোড ছাড়িয়ে গিয়েছে বলে শুনেছি। অনেক সময় থেকে আটকে আছি।’
শরীফ নামের আরেকজন বলেন, ‘অনেকক্ষণ ধরে কাঁচপুরেই বসে রয়েছি, গাড়ির চুল পরিমাণ নড়চড় নেই। কতক্ষণ লাগবে আল্লাহ জানেন।’