বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।রোববার (২৮ সেপ্টেম্বর) বাসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সাক্ষাতের সময় সেখানে নতুন লোগোটি দেখা যায়। দেখা লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এরপর লোগো নিয়ে নানা আলোচনা শুরু হয়।
পরওয়ার সাক্ষাৎকারে বলেন, 'যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।'
তিনি আরও বলেন, 'পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।'
আজকালের খবর/ এমকে