মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
বেলকুচির বড়ধুল ইউনিয়নে বিএনপির জনসভা, লাখো মানুষের ঢল
আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বড়ধুল ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান (শান্ত)।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান (আলিম)।

প্রধান অতিথি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে আমাদের। 

প্রধান অতিথি আরো বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে পাকিস্তানের সঙ্গে মিশে বাংলার বোনের ইজ্জত ও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, স্বাধীনতাবিরোধী জামাত ইসলামী আজ তারা মসজিদে মসজিদে মিটিং করে বেহেস্তের টিকিট বিক্রি করে যাচ্ছেন। ইসলামের নামে সাধারণ জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে মোনাফিক নামে একটা দল। যারা ইসলামের নামে ভণ্ডামি করে যাচ্ছে, মুনাফিকী কাজ করছেন, তাদেরকে বেলকুচি চৌহালির জনগণ ধানের শীষ প্রতীকের ভোটের মাধ্যমে বিতাড়িত করবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, বেলকুচি উপজেলা শাখার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়াসহ বড়ধুল ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
২০০ কর্মীকে চাকরিচ্যুত, ৪৯৭১ জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামায়াত-শিবিরদের বসানো হয়েছে, দাবি রিজভীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, মেজরসহ ১৩ সেনাসদস্য আহত
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft