প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বড়ধুল ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান (শান্ত)।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান (আলিম)।
প্রধান অতিথি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে আমাদের।
প্রধান অতিথি আরো বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে পাকিস্তানের সঙ্গে মিশে বাংলার বোনের ইজ্জত ও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, স্বাধীনতাবিরোধী জামাত ইসলামী আজ তারা মসজিদে মসজিদে মিটিং করে বেহেস্তের টিকিট বিক্রি করে যাচ্ছেন। ইসলামের নামে সাধারণ জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে মোনাফিক নামে একটা দল। যারা ইসলামের নামে ভণ্ডামি করে যাচ্ছে, মুনাফিকী কাজ করছেন, তাদেরকে বেলকুচি চৌহালির জনগণ ধানের শীষ প্রতীকের ভোটের মাধ্যমে বিতাড়িত করবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, বেলকুচি উপজেলা শাখার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়াসহ বড়ধুল ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আজকালের খবর/ওআর