প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পিএম

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৫’, এ বছরের প্রতিপাদ্য “Don’t Miss a Beat”। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সাল থেকে প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর এ দিবসটি পালন করে আসছে।
আজ সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি গুরুত্ব সহকারে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে পার্কভিউ হসপিটাল দুই দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্কভিউ হসপিটালে হৃদরোগ বিভাগের সম্মানিত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আইমন জাহাঙ্গীর সেলিম, ডা. এম. এম. আলম সাদী, ডা. ইকবাল মাহমুদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. আহামদ রহিম, পার্কভিউ করোনারি ইউনিটের চিকিৎসকবৃন্দসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজকের কর্মসূচির সূচনা হয় সকালেই একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিটি পার্কভিউ চত্বর থেকে শুরু হয়ে মির্জাপুল পর্যন্ত পদযাত্রা করে পুনরায় পার্কভিউ প্রাঙ্গণে এসে শেষ হয়।
আজকালের খবর/ওআর