কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ।
রবিবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, দুর্গাপূজা দেশের একটি অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান, স্বপন কুমার সাহা, সদস্য সচিব কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্ট,শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি উজ্জ্বল সরকার স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সুধীজন।জেলা প্রশাসকের এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
আজকালের খবর/ এমকে