বুধবার ১ অক্টোবর ২০২৫
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম
ভারত থেকে আমদানি করা চাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের দুটি ট্রাকে ৫০ টন সেদ্ধ চাল আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে। ট্রাক দুটি আখাউড়া স্থলবন্দরে রাখা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব চালের ছাড়পত্র দেবে কাস্টমস কর্তৃপক্ষ।

স্থলবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি করেছে। প্রতি টন চালের দাম ৫০০ মার্কিন ডলার। ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ ট্রেডিং এই চাল রপ্তানি করেছে।

আখাউড়া স্থলন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং দায়িত্ব থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের মেসার্স মক্কা ট্রেডার্স সেদ্ধ ও আতপ চাল আমদানির এলসি খুলেছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে দুটি ট্রাকে স্থলবন্দরে ৫০ টন চাল এসে পৌঁছেছে। এই চাল চট্টগ্রামে পাঠানো হবে। এই স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বাড়লে ব্যবসায়ীসহ সরকার উভয়ে লাভবান হবে।

আর আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দুটি ট্রাকে স্থলবন্দরে ৫০ টন চাল এসে পৌঁছেছে। প্রয়োজনীয় যাচাই–বাছাই করে শুল্ক পরিশোধের পর আমদানি করা চালের ছাড়পত্র দেওয়া হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মানাম আহমেদের সুরে সাঈদা শম্পার গান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft