প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বড়সড় মাদক শিকার হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা নাজমুল হোসাইন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। অভিযানে তার কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানাই, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের জোয়ার্দ্দারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় নাজমুল হোসাইনের কাছ থেকে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হোসাইন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর ক্লাবপাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুম্মান খান, এসআই মো. নাহিরুল ইসলাম, এসআই মুহিদ হাসান, এএসআই মো. মোত্তালেব হোসেন ও এএসআই আবু আল ইমরান যৌথভাবে অংশ নেন।
ঘটনায় গ্রেপ্তার নাজমুল হোসাইনের পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজকালের খবর/ওআর