প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশের সর্বদক্ষিণে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়ন নিয়মিত কার্যকরী অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রমে তারা বেসামরিক পরিমণ্ডলে প্রশংসা অর্জন করেছেন।
তারই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রামু ব্যাটালিয়েনর (৩০ বিজিবি) অধীন মরিচ্যা চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়ার পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় উখিয়ার পালংখালীর জহির আলমের ছেলে আব্দুন নুরকে আটক করা হয়েছে।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আজকালের খবর/ওআর