প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম

বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নদী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণ গোসল কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর এলাকার ভাদুঘর তিতাস নদীতে সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশে’ এর আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) রঞ্জন চন্দ্র দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণগোসল কার্যক্রম উদ্বোধন করেন।
গণগোসলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা নদী প্রেমিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রঞ্জন চন্দ্র দে বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ভাবে নদীগুলো দখল ও দুষণ হচ্ছে। আমরা যেন আমাদের নদীগুলোকে অক্ষত রাখতে পারি।
অংশগ্রহণকারীরা জানান, নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। তবে দিন দিন দখল ও দূষনের শিকার হয়ে দেশের নদীপথ আজ হুমকির মুখে। তারা গণগোসলের মাধ্যমে নদীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার দাবি জানান।
আজকালের খবর/ওআর