প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা গ্রীষ্মকালীন ক্রীড়া কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পাংশা জর্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, পাংশা মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন, পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বাকি বিল্লাহ, উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর