বরিশালের গৌরনদীতে বিনামূল্যে দুই হাজার গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে ডেইরি পিজিতে কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, সিএ সাফা উদ্দিন তালুকদার সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং গরুর মালিক ও খামারি বৃন্দ। এ ছাড়া ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পশুর কৃমিনাশক ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার রোগের বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পলাশ সরকার জানান- এলএসডি গরুর জন্য একটা ভয়ংকর ভাইরাস বাহিত চর্মরোগ। এলএসডি ভাইরাসের সংক্রমণের কারণে গরু-বাছুরে এই রোগ দেখা দেয় এবং এক গরু থেকে আরেক গরুতে ছড়িয়ে পড়ে। প্রধানত বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে যে সময়ে মশা মাছি অধিক বংশবিস্তার সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেলক্ষে লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষ্যে এলডিডিপি প্রকল্পের আওতায় দেশব্যাপী গরুকে এলএসডি টিকা বিনামুল্যে প্রদান শুরু করেছে।
আজকালের খবর/ এমকে