শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় সিজারের সময় চিকিৎসকের ছুরির আঘাতে নবজাতকের মৃত্যু
রেজাউল ইসলাম টিটু, বরগুনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম
বরগুনার তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের সময় চিকিৎসকের ছুরির আঘাতে এক নবজাতকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। 

জানা যায়, গর্ভবতী মা সীমা আক্তার (২২) কে তার পরিবার স্বাস্থ্যসেবার জন্য তালতলী ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। যদিও তার নির্ধারিত ডেলিভারির তারিখ ছিলো ৮ অক্টোবর, তবুও হাসপাতালের চিকিৎসকরা সীমাকে দ্রুত সিজার করতে বলেন। অভিযোগ, ডা. নুসরাত জাহান ও তার সহযোগী ডা. ফাহমিদা হক ও ডা. সারজিল হোসেন সোহাগ রোগীর পরিবারকে জানিয়েছিলেন, এই মুহূর্তে সিজার না করলে সীমাকে বাঁচানো যাবে না।

পরিবার জানায়, তারা বাড়ি থেকে টাকা আনার জন্য ফিরে আসার সময় দেখেন সীমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। নবজাতক জন্মগ্রহণের পরই তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে নবজাতকের মৃত্যু হয়। পরিবার অভিযোগ করেছে, চিকিৎসকদের অবহেলাজনিত কারণে এবং ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য রেবা (৫০) বলেন, ‘সীমা আমার মেয়ে, ডাক্তাররা আগে থেকেই ভয় দেখিয়েছিল, দ্রুত সিজার না করলে তার জীবন ঝুঁকিতে পড়বে। তাদের অবহেলার কারণে আমার নবজাতক নাতির মৃত্যু হয়েছে। আমরা বিচার চাই।’

অভিযোগ ওঠেছে, ঘটনার পর অভিযুক্ত চিকিৎসকরা হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতাল ম্যানেজার মো. বশিরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি এড়িয়ে যান। ডা. সারজিল হোসেন সোহাগের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ জালাল বলেন, ‘পরোক্ষভাবে সংবাদ পেয়েছি, তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘আমি ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গৌরনদীতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রদান
ভোটের জরিপ: এগিয়ে বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার
বরগুনায় সিজারের সময় চিকিৎসকের ছুরির আঘাতে নবজাতকের মৃত্যু
১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন
গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft