শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫
মেসি ম্যাজিকে নিউইয়র্ক সিটিকে উড়িয়ে দিলো মায়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল। সবশেষ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচেও নিজে জোড়া গোলের পাশাপাশি সতীর্থের গোলে রেখেছেন বড় অবদান। তাতে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।   

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৪৩ মিনিটে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। আর দ্বিতীয়ার্ধের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩১ ম্যাচে শীর্ষে থাকা রয়েছে ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।

এদিন জোড়া গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। মেজর লিগ সকারে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। এছাড়া গোল্ডেন বুটের দৌড়েও বেশ এগিয়ে গেছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গৌরনদীতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা প্রদান
ভোটের জরিপ: এগিয়ে বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার
বরগুনায় সিজারের সময় চিকিৎসকের ছুরির আঘাতে নবজাতকের মৃত্যু
১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন
গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft