প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৪৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছেন। এর মধ্যে ১২১টি দুর্গাপূজা মণ্ডপে প্রতিটিতে ৩০ হাজার টাকা করে ৩৬ লাখ ৬০ হাজার টাকা এবং ৫০টি মন্দিরে লক্ষ্মীপূজার জন্য প্রতিটিতে ১৫ হাজার করে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আজ বুধবার নগর ভবনের হল রুমে সিটি কর্পোরেশনের ১১তম মাসিক সভায় অনুদানের এই চেক বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি বলেন, ধর্মীয় উৎসব মানেই আনন্দ। এই আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করতে গাজীপুর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আমরা চাই গাজীপুর হোক সম্প্রীতির নগরী।
সভা শেষে প্রশাসক পুবাইলের মেঘডুবি মাজুখান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ওই সময় তিনি বলেন, বর্তমানে ১০৩টি প্যাকেজে ১৪৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো শেষ হলে নগরীর রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
আজকালের খবর/ওআর