প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে একটি পাটকাঠির গাদা থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং একটি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার, দু’টি তাজা লিড বল এবং কালো স্কচটেপ মোড়ানো একটি হাতবোমা। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কসবামাজাইল-খুলুমবাড়ি আঞ্চলিক সড়কের পাশে থাকা জনৈক ব্যক্তির খড়ের গাদার ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। কারা এসব সেখানে রেখেছিল তার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজকালের খবর/ওআর