বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
আরো সাশ্রয়ী দামে গুরু এনার্জি ড্রিংকস
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম
বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ এখন পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতেই পাঁচ টাকা কমানো হয়েছে পণ্যটির দাম।

দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরো বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক।

বুধবার এ উপলক্ষে রাজধানীর বনানী দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক মোমতাজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, এজিএম, এসএম, জিএম-ফ্যাক্টরি ও দেশবন্ধু গ্রুপের অন্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

গুরু কার্বোনেটেড বেভারেজের নতুন মূল্য আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে জানানো হয়, নরসিংদীতে বিশাল আকারে ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরি গড়ে তুলেছে দেশবন্ধু গ্রুপ। এই আধুনিক কারখানায় বর্তমানে ১৭টিরও বেশি ব্র্যান্ডের পানীয় উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গুরু কার্বোনেটেড বেভারেজ, ফ্রেন্ডস কোলা, ফ্রন্ডস আপ, দেশবন্ধু ড্রিংকিং ওয়াটার, দেশবন্ধু জিরা পানি, দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিংক, দেশবন্ধু লিচি ড্রিংক, কার্বোনেটেড বেভারেজ নিয়ন প্রভৃতি। 

এছাড়া দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাশাপাশি দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড বিগত কয়েক দশক ধরে দেশের বাজারে চিনি, চাল, চিপস, বিস্কুট, মোটর ভাজা, ইসবগুলের ভুসি, মুড়িসহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি সয়াবিন তেল, সরিষার তেল,  মসুর ডাল, বুটের ডাল, টেস্টিং সল্ট, আটা, ময়দা ও সুজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ টানা ৫ দিন বৃষ্টির আভাস
লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
আরো সাশ্রয়ী দামে গুরু এনার্জি ড্রিংকস
ফরেন রিজার্ভ বৃদ্ধিতে মুদ্রার আয় ও ব্যয়ের ভারসাম্যতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য, চলছে সরাসরি সম্প্রচার
‘উলিপুরে প্রতিমা ভাঙচুর’ শিরোনামে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই
আজ বাংলাদেশের ভারত পরীক্ষা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft