প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সূত্রের ভিত্ত্বিতে খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের যৌথ অভিযানে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকা পাচহাট গ্রামের রাঙ্গু মিয়ার ছেলে মো. আজিজুল হককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
আরও জানা যায়, তাদের সঙ্গে থাকা বালু উত্তোলনের পাইপ, স্যালু মেশিনসহ দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে খালিয়াজুরী থানার আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা সহযোগিতা করেছে।
গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী দেশ ও সমাজের ক্ষতিকারক। তাই তাদেরকে অর্থনৈতিক জরিমানা করে শাস্তি দেওয়া সঠিক হয়েছে। এ রকম শাস্তি অব্যাহত থাকলে সমাজ থেকে অবৈধ কাজ দূরীভূত হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট বলেন, আমরা অন্যায় করিনা এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। অবৈধভাবে বালু উত্তোলনকারী অন্যায় কাজ করেছে, তাই তাকে জরিমানা করা বৈধ হচ্ছে। আমি চাই এভাবে আইনের শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় অপরাধ কমে যাবে।
আজকালের খবর/ওআর