প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্রের ‘সাদাপাথর’ লুটের ঘটনার মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
একটি মামলায় রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার দপুরে সাহাব উদ্দিনকে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলি আদালত-৭ এ হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আরও দু’টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে আর দু’টি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ। তিনি জানান, কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের করা পাথর চুরির দু’টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরী থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব ৯। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ১১ অগাস্ট চাঁদাবাজি ও দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে বিএনপি।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সাদাপাথর’ লুটপাটের ঘটনায় সাহাব উদ্দিনকে ‘মূলহোতা’ বলে দাবি করেছে র্যাব। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আলোচিত ‘সাদাপাথর’ লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
‘সাদাপাথর’ লুটের ঘটনায় ১৫ অগাস্ট কোম্পানীগঞ্জ থানায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর করা মামলায় সাহাব উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আরও এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়। সাহাব উদ্দিন ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।
আজকালের খবর/ওআর