প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লাল, কালো ও নেভি-ব্লু রঙের তিনটি ব্যাগে রাখা ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের তুহিন হোসেন (২৫)। র্যাব জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/ওআর