বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের হাঁটিহাতা এলাকায় ফেনসিডিলের চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লাল, কালো ও নেভি-ব্লু রঙের তিনটি ব্যাগে রাখা ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পুন্নাছগাঁও গ্রামের দুলাল মিয়া (৪০) এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও গ্রামের তুহিন হোসেন (২৫)। র‌্যাব জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বঙ্গোপসাগরে লঘুচাপ টানা ৫ দিন বৃষ্টির আভাস
লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা
আরো সাশ্রয়ী দামে গুরু এনার্জি ড্রিংকস
ফরেন রিজার্ভ বৃদ্ধিতে মুদ্রার আয় ও ব্যয়ের ভারসাম্যতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস
ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ
‘উলিপুরে প্রতিমা ভাঙচুর’ শিরোনামে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই
শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য, চলছে সরাসরি সম্প্রচার
আজ বাংলাদেশের ভারত পরীক্ষা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft