শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ পিএম
আনন্দময় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সম্প্রতি রাজধানীর মিরপুর ১ এ অবস্থিত সিটি মহল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিদ্যালয়টির মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম বিশ্বাস হিরো। তিনি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে তার ভালোবাসার কথা ব্যক্ত করেন ও বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করার আশা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন- চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র শিক্ষক রায় হিমাংশু শেখর, প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু জাফর মোল্লা এবং সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন শিল্পী ও মারিয়া খাতুন।

প্রাক্তন শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- এস কে বিশ্বাস, মো. ইলিয়া হোসেন, প্রফেসর সমীর কুমার ভৌমিক, মঞ্জুরুল ইসলাম, মো. আশরাফ হোসেন, মো. জাকিদুল ইসলাম, মতিয়ার রহমান, মেজর মেহরাব মেহেদী স্টালিন, নাদিম রেজা, সুফিয়ার রহমান, মামুন সিরাজ, আওয়াল হোসেন হাসানুজ্জামান, শোয়েব মাহমুদ, কামরুজ্জামান, শাহীন ও অপিসহ আরো অনেকে।

অনুষ্ঠান আহ্বানে ছিলেন রাজু আহম্মেদ ও সজীব আহম্মেদ। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রাশেদ খোকন। 

অনুষ্ঠানে বিদ্যালেয়র প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিতদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ছিলো র‌্যাফেল ড্র, আবৃতি, নাচ, গান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। 

সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গত বছরের চেয়ে এবার দেশে দুর্গাপূজার আয়োজন বাড়ছে ১৮৯৪টি
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টে ব্যারিস্টার রোকনুজ্জামান সেমিফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft