
আনন্দময় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টিকেরবিলা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সম্প্রতি রাজধানীর মিরপুর ১ এ অবস্থিত সিটি মহল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিদ্যালয়টির মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম বিশ্বাস হিরো। তিনি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে তার ভালোবাসার কথা ব্যক্ত করেন ও বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করার আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক শওকত ওসমান। আরো বক্তব্য রাখেন- চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র শিক্ষক রায় হিমাংশু শেখর, প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু জাফর মোল্লা এবং সিনিয়র শিক্ষক রেহেনা পারভীন শিল্পী ও মারিয়া খাতুন।
প্রাক্তন শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- এস কে বিশ্বাস, মো. ইলিয়া হোসেন, প্রফেসর সমীর কুমার ভৌমিক, মঞ্জুরুল ইসলাম, মো. আশরাফ হোসেন, মো. জাকিদুল ইসলাম, মতিয়ার রহমান, মেজর মেহরাব মেহেদী স্টালিন, নাদিম রেজা, সুফিয়ার রহমান, মামুন সিরাজ, আওয়াল হোসেন হাসানুজ্জামান, শোয়েব মাহমুদ, কামরুজ্জামান, শাহীন ও অপিসহ আরো অনেকে।
অনুষ্ঠান আহ্বানে ছিলেন রাজু আহম্মেদ ও সজীব আহম্মেদ। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রাশেদ খোকন।
অনুষ্ঠানে বিদ্যালেয়র প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিতদের ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ছিলো র্যাফেল ড্র, আবৃতি, নাচ, গান ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান।
সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী হয়।
আজকালের খবর/ওআর