প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম

গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২ সেপ্টেম্বর থেকে বেলকুচিতে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলা চলছে। আনন্দ মেলায় চলছে অশ্লীল নৃত্য গান বাজনা এ রকম অভিযোগ করেন বেলকুচি ওলামা পরিষদের নেতারা।
এসব অশ্লীল গান বাজনা বন্ধের দাবিতে বেলকুচি উপজেলা ওলামা পরিষদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার ও বেলকুচি থানার অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আনন্দ মেলায় চলছে অশ্লীল গান বাজনা ও নৃত্য যা ইসলামী শরীয়তে ভয়াবহ গুনাহ এবং এই সব অশ্লীল গান বাজনার কারনে তরুণ সমাজ হচ্ছে পথভ্রষ্ট। তাই তারা এই মেলায় এসব অশ্লীল কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। ভবিষ্যতে এ ধরনের কোন কার্যকলাপ যেন বেলকুচিতে না ঘটাতে পারে সে জন্য বেলকুচি উপজেলা প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন- বেলকুচি ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা জহুরুল, বেলকুচি ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আলী সাহেব , বেলকুচি ওলামা পরিষদের সেক্রেটারি হাফেজ শফিকুল ইসলাম সাহেব।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুস সালাম, বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রেজাউল করিম, ওলামা শায়েখ আইম্মা পরিষদের নেতা মাওলানা সানোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মো. হাবিবুল্লাহ, হাফেজ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতা মাওলানা আব্দুল সাত্তার সাহেব মাওলানা আব্দুল সাহেব,ওলামা ফাউন্ডেশনের নেতা মাওলানা রাসেল, মাওলানা হাবিবুল্লাহ, আল ইকরামের নেতা মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা জাকারিয়াহ প্রমুখ।
আজকালের খবর/বিএস