প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় দৈনিক সমকাল পত্রিকা ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সোনাতলা সংবাদে প্রকাশিত এক প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন সোনাতলা উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সোনাতলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সমকাল পত্রিকার ৫নং পাতায় “সোনাতলায় ভূমিহীনদের জমি দখল, আওয়ামী লীগের পর বিএনপি নেতার” শিরোনামে প্রকাশিত সংবাদে তার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে বলা হয়, ভূমিহীনদের জমি দখলে প্রভাবশালীদের পক্ষে তিনি সহযোগিতা দিয়েছেন। কিন্তু রবিউল ইসলাম দাবি করেন, এই অভিযোগের সঙ্গে তার বা তার দল বিএনপির কোনো সম্পর্ক নেই।
তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র মূলকভাবে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি এ ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন, ভবিষ্যতে যেন যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ না করা হয়।
সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন সৈনিক হিসেবে রাজনীতি করে আসছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার বিরুদ্ধে প্রকাশিত এই সংবাদ সম্পূর্ণ অসত্য এবং আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার ঘৃণিত অপচেষ্টা।
আজকালের খবর/বিএস