
বগুড়ার সোনাতলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, সোনাতলা পল্লী বিদ্যুতের ডিজিএম, ফায়ার সার্ভিস কর্মকর্তা আকরামুল, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব রাজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, পাকুল্ল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, উপজেলা জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুল্লু, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, পূজা উদযাপন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিতাই সাহা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রজ্জাকুল ইসলাম রজ্জাক, পৌর বিএনপির সহ-সভাপতি ফজলুল করিম লাজু, পৌর জামায়াতের আমির জাহিদুল হক, উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ , পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, পূজা উদযাপন কমিটির সদস্য-সচিব মৃণাল কুমার ঘোষ, স্বঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ কর্মকার, নামাজখালি পূজা মন্দিরের সভাপতি বিমল ঘোষ।
সভায় বক্তারা আসন্ন পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন। প্রশাসনের পক্ষ থেকে পূজার সময় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন- পূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পূজা উদযাপন কমিটি ও প্রশাসন একসঙ্গে কাজ করলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করা সম্ভব হবে।
আজকালের খবর/বিএস