প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

দুর্গাপূজার বড় অনুসঙ্গ গান। গান ছাড়া পূজা জমেই না। বাংলা গানের একসময় রমরমা বাজার অফলাইনে যেমন ছিল এখন অনলাইনেও তা তেমন কমেনি বলা যায়। এবারের দুর্গা পূজায় সঙ্গীতশিল্পী উত্তমের চারটি গান রিলিজ হচ্ছে। গানগুলো তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর মধ্যে একটি মৌলিক গান। শিরোনাম ‘তুমি আমার নিশানা’। এটি শিল্পীর নিজের লেখা, সুর ও গাওয়া। গানটির সঙ্গীতায়োজন করেছেন খ্যাতিমান মিউজিসিয়ান মুশফিক লিটু। কক্সবাজারে গানটির চিত্রায়ন করা হয়েছে। শিল্পীর নিজের স্টুডিও উত্তম মিউজিক স্টেশনে বানানো অন্য আরো ৩টি গান মহান সঙ্গীতজ্ঞ কাজী নজরুলের। শুদ্ধ বাণী ও সুরে গাওয়া গান ৩ টি হলো, জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবং জগতের নাথ করো পার হে। গিটার বাজিয়েছেন নিজেই। আধুনিক যন্ত্রানুসঙ্গের মিশেলে গানগুলোর মিক্স-মাস্টার করেছেন মুশফিক লিটুে। এই গানগুলো শিল্পীর ক্যারিয়ারে আলাদা মাত্রা আনবে বলে জানান লিটু। এভাবেও নজরুলের গানে বুঁদ থাকা শ্রোতার অভাব নেই বাংলাদেশে। গানগুলোর যথেষ্ট প্রচার প্রত্যাশা করেন তিনি।
উত্তম বিটিভিসহ প্রায় সবগুলো বেসরকারি টিভি চ্যানলে লাইভসহ রেকর্ডেড নানা ধারার গানের অনুষ্ঠান করে নাম কুড়িয়েছেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসঙ্গীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত সুরকার ও সঙ্গীত পরিচালকও। মিউজিক কম্পােজার্স সোসাইটি বাংলাদেশ এমসিএসবি’র সদস্য। নিজের লেখা ও সুর করা অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গভীর আবেগী গায়নভঙ্গীর অনন্যতার জন্য এরইমধ্যে উত্তম সঙ্গীতজনদের দৃষ্টি কেড়েছেন। সমানতালে স্টেজ শো-ও করেন নিয়মিত ।
২০০৪ সালে উত্তমের ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’ ছিল আধুনিক গানের। পরের উল্লেখযোগ্য অ্যালবাম কাজী নজরুলের বাছাই করা অবিস্মরণীয় কীর্তন, ভজন, বাউল, শ্যামা বিষয়ক ৮টি ভক্তিগীতি নিয়ে ’এলোরে শ্রী দুর্গা’। এছাড়া, উত্তমের আধুনিক ও নজরুলের গানের বেশকিছু মিক্সড অ্যালবাম বাজারে রয়েছে। নিজের ইউটিউবে আছে ৫শ’র কাছাকাছি গান।
আজকালের খবর/আতে