প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৪৩ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় ওই নারীর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত ইমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’র পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী ও ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে থাকতেন ইমরান হোসেন। রহিমা খাতুন ও ইমরানের এটি ছিল দ্বিতীয় বিয়ে। পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মতবিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর ইমরান আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি ঘটনায় অন্য কেউ জড়িত তা তদন্ত করছে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রীর মরদেহের পাশেই স্বামী গলা কাটা অবস্থায় অচেতন হয়ে পড়ে ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে এসে রহিমা খাতুনের মরদেহ মর্গে পাঠায়। আর ইমরানকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
ওসি আরো জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমরানের জ্ঞান ফিরলে ঘটনার রহস্য উন্মোচিত হবে।
আজকালের খবর/বিএস