শনিবার ১৫ নভেম্বর ২০২৫
প্রকাশিত হল কবি তায়েব মিল্লাত হোসেনের প্রথম বই ‘দেয়ালের ঢাকায় দোয়েল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৩২ এএম
দেয়ালের শহর ঢাকা। সেখানে আছে দোয়েল চত্বর। সেটা অন্য এক গল্প। ঘরে ঘরে যে দেয়াল তার আড়ালে স্বস্তি যেমন থাকে; তেমনি থাকে যন্ত্রণাকাতর পাথর সময়। থাকে প্রণয়ের সুখ। থাকে অপ্রাপ্তির বেদনা। এমনসব ব্যক্তিগত আশা-হতাশার কথা কবিতায় বুনেছেন তায়েব মিল্লাত হোসেন।

তার কবিতা থেকেই পাঠ করা যায়— ‘কিংবদন্তির কাছেই আমাদের/অজানা অধ্যায় ঘাসের লাবণ্য/সংসার ও সুখ কানামাছি ভূষণ/ইটের সীমানায় আড়াল সন্তাপ।’ আলোচ্য কবিতার নাম ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। একই নামে সদ্যই প্রকাশিত হয়েছে কবির প্রথম কাব্যগ্রন্থ। এটি কবির প্রথম বইও।

প্রথম বই হলেও তায়েব মিল্লাত হোসেন কাব্যচর্চা করছেন অন্তত আড়াই দশক হলো। ফলে অগ্রন্থিত কবিতা সংখ্যা অগুনতি। সেসব থেকে বাছাই করা ৩৭টি কবিতা নিয়ে ছাপা-বাঁধাই হয়েছে কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। যেখানে আছে প্রেম, স্বদেশ, ইতিহাস, রাজনীতির নানা অনুষঙ্গ। 

বইয়ের ফ্ল্যাপে দেশের অন্যতম কবি ফিরোজ এহতেশাম লিখেছেন, ‘নানা অনুষঙ্গের দ্যোতনায় স্ফুরিত এক নতুন ব্যঞ্জনা আর ভিন্নতর নান্দনিক সুষমা নিয়ে হাজির হয় তার কবিতা। কখনো সেসব পঙক্তিতে জেগে ওঠে গদ্যের ঋজু টানটান টঙ্কার, কখনো-বা পয়ারের স্নিগ্ধ গীতলতার ঢেউ। এইভাবে তিনি বস্তুজগতের প্রচলিত অর্থকে দেন নবতর উদ্ভাসন।’

তায়েব মিল্লাত হোসেনের কবিতা প্রায়শই ব্যক্তিকে ছাপিয়ে সমাজ-দেশ-দুনিয়ার দিকে ধাবিত হয়। তার বই থেকে কিছুটা তুলে ধরা যায়— ‘ওহে পশ্চিম, তোমার পোশাক খুলে দেখো/সেখানে পাবে পুবের দুনিয়ার সেলাই দিদিদের হাতের দাগ,/সময়ের রক্ত ও প্রতিদিনের ঘাম।’ 

কবি তায়েব মিল্লাত হোসেন বলেন, ‘রচিত কবিতাদের মুক্তির আস্বাদ দিতেই আসলে এই বই প্রকাশ। এটা যদি পাঠকের মন-মগজ গ্রহণ কর নেয় তবেই আসল সার্থকতা।’

‘দেয়ালের ঢাকায় দোয়েল’ প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। প্রচ্ছদ করেছেন তানজিল রিমন। এটি পাবেন রাজধানী ঢাকার কাঁটাবনে কনকর্ড অ্যাম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের এই প্রকাশনীর প্রদর্শন কেন্দ্রে। পাওয়া যাচ্ছে তাদের অনলাইনে। বইটি সংগ্রহ করা যাবে রকমারি ও অন্যান্য অনলাইন বই বিক্রয় কেন্দ্র থেকেও। এর দাম ২০০ টাকা।

আজকালের খবর/এসআই








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশের গন্ডি পেরিয়ে ফারদিন এখন আন্তর্জাতিক অঙ্গনে
নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩৫ বলে সোহানের সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ
ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে নির্বাচিত সরকার : শিল্প উপদেষ্টা
আজ থেকে চালু হলো পুলিশের নতুন পোশাক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লকডাউনের পর এবার শাটডাউন আতঙ্ক
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি ঘাতক লিমন মিয়ার
রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আসামি নিহতের বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft