বুধবার ১ অক্টোবর ২০২৫
দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে: মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী
আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১২ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) এর সংসদ সদস্য পদ প্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেছেন, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। আগামী দিনে আমাদেরকে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ ৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত, এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এবং ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছে জানিয়ে তিনি তার বক্তব্যে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে দশখাদা হাটখোলা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, সভাপতি মাওলানা মো. কালাম, বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক আ. সালাম। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা সন্মলনে উপস্থিত ছিলেন।
 
সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মানাম আহমেদের সুরে সাঈদা শম্পার গান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft