মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
চকরিয়ায় ডাকাতের হামলায় উখিয়ার যুবক নিহত, আহত ৪
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কুখ্যাত চকরিয়ার মালুমঘাট ঢালা আবারও পরিণত হলো ডাকাত দলের তাণ্ডবস্থলে। সশস্ত্র ডাকাতদের হামলায় প্রাণ হারালেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী শিয়ালিয়া পাড়ার যুবক মাহমুদুল হক (৩০)। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামায়। এরপর তারা যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলার শিকার হন মাহমুদুল হকসহ অন্যরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন।

এদিকে, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, মালুমঘাট ঢালা দীর্ঘদিন ধরেই ডাকাতদের অভয়ারণ্য হয়ে উঠেছে। গভীর রাতে প্রায়ই এখানে গাড়ি থামিয়ে লুটপাট, মারধর ও হামলার ঘটনা ঘটে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি না থাকায় এ ধরনের তাণ্ডব চলছেই।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।"

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
২০০ কর্মীকে চাকরিচ্যুত, ৪৯৭১ জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামায়াত-শিবিরদের বসানো হয়েছে, দাবি রিজভীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, মেজরসহ ১৩ সেনাসদস্য আহত
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft