সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫
দুই ট্রেন লাইনচ্যুত, এক চালক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, ওই ঘটনায় একজন ট্রেনচালক নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

গভর্নর দ্রোজদেনকো টেলিগ্রামে জানান, গ্যাচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হয়। দক্ষিণাঞ্চলে ১৫টি খালি ট্যাংকবাহী বগি নিয়ে চলা একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। খবর আল-আরাবিয়ার।

তিনি জানান, ডিজেল লোকোমোটিভের চালক কেবিনে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর মালবাহী ট্রেনের কেউ নিহত হননি।

স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের রেললাইনে বিস্ফোরক পুঁতে রেখে বিস্ফোরণ ঘটনানো হয়। এতে তিনজন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুটি ট্রেন লাইনচ্যুত হয়।

গভর্নর জানান, নাশকতার ঘটনার পর পরই ট্রেন দুটি লাইনচ্যুত হওয়ায় সন্দেহ বাড়ছে। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

রাশিয়ার রেলওয়ে নেটওয়ার্কে বারবার লাইনচ্যুত, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর জন্য কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করে আসছে। তবে কিয়েভ সাধারণত এসবের দায় স্বীকার করে না। কিন্তু প্রায়ই এ ধরনের হামলার জন্য উল্লাস প্রকাশ করে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
আপনাদের দোয়া ও ভালোবাসা আমার শক্তি : মোশারফ হোসেন
আশুলিয়ায় সন্তানসহ শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার
নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ের নেতা ফজলে হুদা বাবুল
দেশের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকার উৎখাতের ষড়যন্ত্র, কারাগারে মার্কিন নাগরিক
উলিপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
বেকারকে বিয়ে করে বসিয়ে খাওয়াতে চান তানিয়া
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় নামল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft