প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম

মাস চারেক আগে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ সিনেমা। কিন্তু সেসময় পেহেলগাম কাণ্ডে স্থগিত হয় সিনেমার মুক্তি।
সেই ঘটনায় দীর্ঘ দিন ধরে চলছে বিতর্ক। যার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়।
পাক শিল্পীরা নিষিদ্ধ হন ভারতে। যার নিষেধাজ্ঞা পড়ে ‘আবির গুলাল’ ছবির ওপরেও। আটকে যায় মুক্তি।
এই ছবি যাতে কোনোভাবে ভারতে মুক্তি না পায়, সেই দাবি তোলে দেশের বিভিন্ন সংগঠন।
এমনকি ছবির নায়িকা বাণীকেও তোপ দাগা হয় পাক অভিনেতার সঙ্গে জুটি বাঁধার জন্য। অবশেষে স্থির হয়, আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এবার শোনা যাচ্ছে ভারতেও মুক্তি পাবে বিতর্কিত এ ছবি।
আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবির সঙ্গে যুক্ত এক সূত্রের কথায়, “ছবি নিয়ে নির্মাতারা খুবই আত্মবিশ্বাসী। খুবই সাধারণ একটি প্রেমের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। সারা বিশ্বের সব দেশের মানুষই এই ছবি উপভোগ করবে। সবচেয়ে বড় কথা, ২৬ সেপ্টেম্বর আর কোনও ছবি মুক্তি পাচ্ছে না বলিউডে। তাই এই ছবি প্রেক্ষাগৃহে একাই দাপিয়ে বেড়াবে বলে মনে করা হচ্ছে।”
তবে ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আজকালের খবর/আতে