প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার ও সিস্টারোলজি খ্যাত ইকরা কনওয়াল মা হয়েছেন। তিনি ও তার স্বামী আরীব পারভেজ তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
দম্পতি ইনস্টাগ্রামে কন্যাশিশুকে কোলে নেওয়া একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লিখেছেন— ‘এটাই আমাদের দোয়ার সবচেয়ে সুন্দর উত্তর। প্রথমবার যখন মেয়েকে কোলে নিলাম, সে অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব।’
ইকরা আরও জানান, আরীব সবসময় চেয়েছিলেন তাদের প্রথম সন্তান মেয়ে হোক। ‘আল্লাহ আমাদের সেই প্রার্থনা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ,’ কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হাজারো ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর অভিনন্দন বার্তায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।
ভক্তরা এই ছোট্ট ‘রাজকন্যার’ আগমনকে সিস্টারোলজি পরিবারের জন্য আনন্দঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন। বহুজন বলেছেন, এ সুখবর শুধু ইকরা-আরীব নয়, তাদের অসংখ্য দর্শক-অনুরাগীর জীবনেও আনন্দ নিয়ে এসেছে।
আজকালের খবর/আতে