জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের’ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসে নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালনের পর নির্বাচিত প্রার্থীদের নাম উপচার্যের পক্ষে ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম। কেন্দ্রীয় সংসদ নির্বাচন ছাড়াও হল সংসদের ফলাফল ঘোষণা করেন তিনি।
এর আগে স্ব-স্ব হলের রির্টানিং অফিসাররা তাদের হলের ফলাফল ঘোষণা করেন। এছাড়া, জাকসুতে মোট পদ ২৭টি, প্রথম ২টিতে ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং ট্রেজারার।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা সমর্থিত প্যানেল থেকে ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন।
অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মুহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজী বিভাগের মহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী ) গণিত বিভাগের পদে লুবনা।
এছাড়া আরও যারা নির্বাচিত হয়েছেন- আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের আহসান লাবীব (বাগছাস) ,সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে (ছাত্র) মাইক্রোবায়োলজি বিভাগের তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান ।
কার্যকরী সদস্য পদে (নারী)- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা এবং (পুরুষ) পদে হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মোহাম্মদ আলী চিশতি।