বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
আলুতে নিঃস্ব চাষী, পাটে ক্ষতি পুষানোর আশা
এম. আনোয়ার হোসেন, বাগমারা
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম
মারিয়া ইউনিয়নের সাঁকুয়া গ্রামের মো. জিয়াউর রহমান উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু রেখেছেন ২৫০০ বস্তা। নিজের ছাড়াও তার নামে অন্য চাষীদের আলু একত্রে রেখেছেন তিনি। রবিবার (৩১ আগস্ট) স্টোরেজের বারান্দায় আলু হাতে দাঁড়িয়ে তিনি বলেন, এক বস্তা আলুও বের করতে পারেননি। তার অভিযোগ সরকার নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজের গেটে ২২ টাকা কেজিতে আলু কেনার জন্য এখনো কেউ আসেনি। আলু বিক্রি করতে না পারায় হতাশায় দিনগুনছেন তারা।

এ বছর বাগমারাতে ৯৮৫০ হেক্টর বা ৭৩৬৭৪ বিঘা জমিতে ২ লক্ষ ৯৫ হাজার ৫০০ মেট্রিক টন আলু চাষ করে প্রতি বিঘায় ৪৪ থেকে পয়তাল্লিশ হাজার টাকা হিসেবে উপজেলায় আলু চাষে মোট লোকসান ৩৩১ কোটি ২৬ লক্ষ টাকার বেশি।

যোগীপাড়া উনিয়নের ভাগনদী গ্রামের আকরাম শাহ কোল্ডস্টরেজে আলু রেখেছেন দেড়'শ বস্তা। প্রতি বস্তার ভাড়া ৩৬০ টাকা। আলুর বাজার ৫৬০ থেকে ৬৮০ টাকা। ভাড়া বাদ দিলে থাকে দুই থেকে আড়াই শত টাকা যেখানে আলুর উৎপাদন খরচই ৬২০টাকা। তাই আলু স্টোরেজ থেকে না বের করার কথা ভাবছেন। বলেন, আলু যদি বাড়িতে সংরক্ষণ করা যেত তাহলে স্টোরেজের ভাড়াটা অনন্ত দিতে হতো না। আলু বাড়িতে সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সরকারি সহায়তা চান তিনি। তবে জমি থেকে আলু উত্তলনের পর একই জমিতে পাট চাষ করে দাম ভালো থাকায় আলুর ক্ষতি কিছুটা পূরণ হবে বলে আশা তার।

আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ার কৃষক লালু রায়ের মতে আলু সহ যেকোনো কৃষি পন্যের নায্য মূল্য পেতে মধ্যসত্তভোগীদের দৌরত্ব কমাতে হবে। তার ভাষ্যমতে আলুর পাইকারি ও খুচরা বাজার মূল্যের মধ্যে ব্যবধান কমালেই প্রকৃত কৃষকরা এর সঠিক মূল্য পাবে। এছাড়াও তিনি কৃষি পণ্যের উৎপাদন খরচ কমাতে ভর্তুকি ও উপকরণ সহায়তা কামনা করেন। 

কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শাহানা আক্তার জাহান বলেন সরকার নির্ধারিত ২২ টাকা কেজি মূল্যে যে ৫০ হাজার মেট্রিকটন আলু ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে মাঠ পর্যায়ে তার কার্যক্রম এখনো শুরু হয়নি। সরকার ঘোষিত মূল্যে আলু বিক্রি করতে স্টোরেজগুলোতে আলু বেচাকেনা আপাতত বন্ধ রয়েছে। দুই একটি জায়গায় ১৩ থেকে সাড়ে তের টাকায় বিক্রি হচ্ছে বলে খবর পেয়েছি। খুব শীঘ্রই সরকার নির্ধারিত মূল্যে আলু কেনার কার্যক্রম শুরু হবে।

পাটে নতুন করে কৃষককে স্বপ্ন দেখাচ্ছে:- 

চলতি বছর এক বিঘা পাটের উৎপাদন খরচ ২০ হাজার টাকা। বিঘাপ্রতি ফলন ৮ থেকে ১০ মন। প্রতিমনের বাজার মূল্য ৩ হাজার পাঁচশত থেকে ছয়শত টাকা। এক বিঘা জমিতে পাট চাষ করে কৃষকের লাভ দশ থেকে ১২ হাজার টাকা। এতেই খুশিতে মনের আনন্দে গলা ছেড়ে গান গেয়ে সোঁনালি আঁশ পাটের ছাল ছড়াচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপতীপাড়া গ্রামের কৃষক মো. কেরান্দি মোল্লা। বলেন মনে সুক না থাকলি কি আর গান আসেরে-বা। তিন বিগে (বিঘা) জমিতে আলু চাষ করিছিনু লোকসান হচে লাকখানেক টেকা। একই জমিতে আলু তুলি (তুলে) পাট করি (চাষ করে) পয়ত্রিশ থেকে ৪০ হাজার টাকা লাভ হচ্চে। আলুর লোকসানের কষ্ট এবার কিছুটা কমবি মনে কয়। যদিও আলু চাষে প্রতি বিঘাতেই লোকসান ৪৪ হাজার, বলে দীর্ঘশ্বাস তার। সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামের শালিকার বিলে জাগ দেয়া পাটের আঁশ ছাড়াতে ছাড়াতে কথাগুলো বলছিলেন কেরান্দি।
 
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক শারমিন আক্তার বলেন, আলু চাষ করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও পাটের দাম ভালো পেয়ে কৃষকরা খুশি। তার দেওয়া তথ্য মতে এ বছর (২০২৫ সাল) জেলার বাঘা উপজেলায় ৪৯৫০, চারঘাটে ৩১৫০, গোদাগাড়ীতে ৮৭৫, বাগমারাতে ১৫১০, পুঠিয়ায় ৩২২০, দুর্গাপুরে ১৫০০, তানোরে ০৩, পবায় ২০৯০, মোহনপুরে ৫০ এবং মেট্রপলিটন এলাকায় ০৭ হেক্টরসহ মোট ১৭ হাজার ৩৫৫ হেক্টর জমিতে ৪৮ হাজার ২৭৭ মেট্রিক মেট্রিক টন পাটের চাষ হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৪ হাজার ৫৬২ কোটি ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা।

বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক বলেন, সীমাবদ্ধ বরাদ্দের মদ্ধে আমরা কৃষকদের নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করি। তবে সেটি যথেষ্ট নয় বলে তার মত।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে দুদকের চিঠি
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক : রাশেদ খাঁন
জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের
গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ
রাতে কানাডা যাচ্ছেন সিইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবীদ্বারে গাঁজাসহ ৫ মাদক কারবারী আটক
সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক: প্রধান উপদেষ্টা
লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস
সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft