বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
রূপগঞ্জে অপহৃত ইউপি চেয়ারম্যান রাজধানী থেকে উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে অপহরণের ৬ ঘণ্টা পর ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধী চক্রের জহির মিয়া নামে একজনকে আটক করা হয়।

বুধবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার পোস্তগোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

আটককৃত জহির মিয়া বরগুনা জেলার ভাগরা থানার ফুলতলী এলাকার বাসিন্দা। এর আগে বুধবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমি বুধবার বেলা ২টার দিকে প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার মার্কেন্টাইল ব্যাংকে যাই। কাজ শেষ করে ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও আমার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা আমার প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়।

পরে তারা আমাকে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘুরাঘুরি করেন। এবং টাকার জন্য অত্যাচার করতে থাকেন। এমনকি টাকা না দিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করতে থাকে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে।
রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার পোস্তগোলা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় জহির মিয়া নামে একজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি: রাজসাক্ষী মামুন
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না
হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর লাগবে না ফোন নাম্বার!
নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ
ব্যাংকখাতে কিছু সংস্কারের ফলে ঢালাও অর্থপাচার বন্ধ হয়েছে: টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস
সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন
স্বর্ণের দাম আরও বাড়লো
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft