নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিসিক এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন তিন্নি (১২), মুন্নি (১৪), মৌরী (৬), তাদের বাবা মানব চৌধুরী (৪০) ও মা বাছা চৌধুরী (৩৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাওন বিন রহমান বলেন, তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ, মৌরি ৩৬ শতাংশ, মানব ৭০ শতাংশ এবং বাছাকে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্নের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হবে।
আজকালের খবর/ এমকে