প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ এএম

বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩রা সেপ্টেম্বর)বুধবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন হতে নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ র্যালি সহকারে আসেন অনুষ্ঠান স্থলে। এসমাবেশকে ঘিরে বিএনপি'র নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগান দেয় সেই সাথে বিএনপির প্রতিক ধানের শীষ প্রত্যেকের হাতে শোভা পায়।
মিছিল শেষে শহীদ সৈকত চত্ত্বরে জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া-১ বিএনপির সর্বশেষ এম পি প্রার্থী, এ কে এম আহসানুল তৈয়ব জাকির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও ড্যাব এর সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ। আরো বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের সভাপতি ও মহিদুল হাসান রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ পাভেল আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওহাব হক, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান বাবু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম,উপজেলা জাসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল করিম লাজুসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।
আজকালের খবর/ এমকে