প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম

কুমিল্লার দেবীদ্বারে গাঁজা ও হোমিও স্পিরিটসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে সিএনজি যোগে বারেরা গ্রামের আন্তঃজেলা মাদক চোরা কারবারী আবুল কালামের (৬০) বাড়িতে যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এ সময় পুলিশ পূর্ব প্রস্তুুতি নিয়ে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা, বেশ কিছু গাঁজার পুরিয়া, হোমিও স্পিরিট ও একটি সিএনজিসহ তাদের আটক করে।
আটকরা হলেন- কুমিল্লা কোতয়ালী থানার বৌবাজার এলাকার আমীর আলীর পুত্র মোস্তফা কামাল (২৪), দৌলতপুর গ্রামের রবিউল্লার পুত্র মো. জুয়েল (২০), রত্নাবতী গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. নাজিম হোসেন (২৫), দিদার মার্কেটের মোস্তফার পুত্র মো. শান্ত (১৮) এবং দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আবু মিয়ার পুত্র আবুল কালাম (৬০)।
বুধবার দুপুরে আটক পাঁচজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে জানিয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
আজকালের খবর/ওআর