বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫
উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
খালেক পারভেজ লালু , উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩ এএম
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি  আয়োজনে বিজয় মঞ্চে সমাবেশ হয়। এর পর বিজয় মঞ্চ ও শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় মঞ্চে গিয়ে সমবেত হয়। 

৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ সমাবেশে বিকেলে বিজয় মঞ্চে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাবেক সহসভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহবায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ১৭বছর আমরা মন খুলে কিছু বলতে পারিনি কিছু করতেও পারিনি। এখন সময় এসেছে মন খুলে কথা বলার। বক্তারা বলেন, দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এটাই প্রত্যাশা।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি: রাজসাক্ষী মামুন
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না
হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর লাগবে না ফোন নাম্বার!
নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ
ব্যাংকখাতে কিছু সংস্কারের ফলে ঢালাও অর্থপাচার বন্ধ হয়েছে: টিআইবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস
সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন
স্বর্ণের দাম আরও বাড়লো
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft