বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
নটর ডেম-এ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও সাহিত্যিক প্রতিযোগিতা উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম
নটর ডেম বিশ্ববিদ্যালয় ইংলিশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও সাহিত্যিক প্রতিযোগিতা “লাইট উইদিন দ্য মাসকারেড”। আজ মঙ্গলবার নটর ডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফ্রা. চার্লস বি. গর্ডন, সিএসসি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর গোলাম সরওয়ার চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এবং অ্যাক্টর্স ইকুইটি বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুজ্জামান সেলিম বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী-পরিচালিত অনুষ্ঠান, যা তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও সাহিত্যিক আগ্রহের প্রতিফলন ঘটায়। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনা ও শিল্পবোধকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও দর্শক—উভয়ের কাছেই এক অনন্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।”

প্রতিযোগিতায় কবিতা, ছোটগল্প, বিতর্ক, অভিনয়, নাটক, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক ধারা অন্তর্ভুক্ত ছিল। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা তাঁদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পান।

নটর ডেম বিশ্ববিদ্যালয় ইংলিশ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা, সৃজনশীল অভিব্যক্তি এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী বছর প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হবে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা
চাইলাম ভাত খাইলাম বুলেট: শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
রিজার্ভ আরো বেড়েছে
রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চার দফা দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি
দেবীদ্বারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে
প্রাইম ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft