প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে অন্তত ১০ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। প্রবাসে কর্মরত এসব শ্রমিক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আইএলও কার্যক্রম বিষয়ক জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
দি কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সেক্রেটারি জেনারেল মিসিহিরো ইশিবাসির নেতৃত্বে ৯ সদস্যের এই প্রতিনিধিদল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা দপ্তরে আসে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জাপানে দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে মতবিনিময় করেন।
উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১৩টি মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে একটি জাতীয় স্টেয়ারিং কমিটিও রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও জাপান দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত।
ড. নজরুল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে জাপানই প্রথম দেশ, যারা ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
আসিফ নজরুল জাপানের কাছে কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রস্তুতির মাধ্যমে জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে সহযোগিতার জন্য কয়েকটি বিষয়ে অনুরোধ জানান।
এর মধ্যে রয়েছে জাপানে গমনেচ্ছুদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা, ঢাকায় জাপান ফাউন্ডেশন অফিস স্থাপন এবং মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করতে জাপানি অর্থায়নে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। তিনি টিটিসিগুলোর প্রশিক্ষণের মান বাড়াতে জাইকার মাধ্যমে জাপানি প্রশিক্ষক নিয়োগেরও আহ্বান জানান।
আজকালের খবর/বিএস