স্বৈরাচারী এজেন্ডার অংশ হিসেবে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রকৌশল খাতে অশান্তি ছড়ানোর অপচেষ্টা
সংবাদ সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের সতর্ক বার্তা, রংপুর অভিমুখে লংমার্চ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪৯ পিএম
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন (DEWF) দেশের আট লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং সাড়ে চার লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থীর পক্ষ থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ বছরের আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নেসকো রংপুর হেড অফিস অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চের ঘোষণা দিয়েছে। 

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অভিযোগ করে বলেন, ওই স্বৈরাচারী এজেন্ডার অংশ হিসেবে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রকৌশল খাতে অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছেন কতিপয় বিএসসি শিক্ষার্থীরা। তারা বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন কতিপয় ওই শিক্ষার্থীরা।
 
আজ রবিবার গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিগণ বলেন, বর্তমানে কিছু বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অযৌক্তিক তিন দফা দাবি ও মব সন্ত্রাসের মাধ্যমে তারা প্রকৌশল ক্ষেত্রকে অস্থিতিশীল করে তুলছে। আমরা এসব অশালীন ও অনৈতিক তৎপরতার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রকৌশল পেশার মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রতিনিধিগণ জানান, ইতিমধ্যে ২৫ আগস্ট দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসঙ্গে ঢাকায় কেন্দ্রীয়ভাবে শান্তিপূর্ণ গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ ও ২৪ জন প্রকৌশলীকে গ্রেফতার করে। অপরদিকে, একই দিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে। অথচ, এ ঘটনায় প্রশাসন ডিপ্লোমা প্রকৌশলীদের দমন করলেও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ সময় তারা সাত দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে- ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বন্ধ, সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের অনুপাত ১:৫ নির্ধারণ, উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতির নিশ্চয়তা, ১০ম গ্রেড প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের মর্যাদা রক্ষা। বিএসসি শিক্ষার্থীদের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান বজায় রাখতে ১:১২ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিত, কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা বাস্তবায়ন।

সরকার ইতিমধ্যে উপদেষ্টা ফাওজুল করিম খানের সভাপতিত্বে ৮ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এবং পরে ১৪ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করেছে। তবে ডিপ্লোমা প্রকৌশলীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ওই ওয়ার্কিং কমিটিতে বিএসসি প্রকৌশলীদের সংখ্যাগরিষ্ঠতা থাকার ফলে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে। তারা নিরপেক্ষ প্রশাসনিক সদস্যদের দ্বারা কমিটি পুনর্গঠনের দাবি জানান।

প্রতিনিধিগণ অভিযোগ করেন, ২৫ আগস্ট নেসকোর রংপুর অফিসে সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের নেতৃত্বে বহিরাগত মব ডিপ্লোমা প্রকৌশলীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। অথচ নির্যাতনের শিকার প্রকৌশলীদের বিরুদ্ধেই উল্টো মামলা দেওয়া হয়েছে ও বদলি করা হয়েছে। এ ঘটনাকে বিদ্যুৎ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন সরকারের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

পরিস্থিতি অনুকূলে না থাকায় সংগঠন আগামী মঙ্গলবার সকাল ১০টায় রংপুর নেসকো হেড অফিস অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। তারা বলেন, বিদ্যুৎ খাত ও প্রকৌশল ক্ষেত্রে স্বাভাবিকতা বজায় রাখতে হলে সরকারের উচিত দ্রুত সমস্যাগুলো সমাধান করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামিনি, আমাদের একমাত্র লক্ষ্য প্রকৌশল পেশার স্বার্থ রক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। সাংবাদিক সমাজ বরাবরের মতো এবারও আমাদের পাশে থাকবেন বলে আমরা আশাবাদী।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
নির্বাচনের পেছনে ছায়া: বাংলাদেশের গণতান্ত্রিক দুর্বিপাক
জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হবে: শামীম পাটোয়ারী
চবিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
দেশমাতৃকার সেবায় বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখবে : তারেক রহমান
ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft