মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
এ,এইচ এম,শামিম রহমান (জন),পাংশা, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ এএম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ''ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'' অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় মো: ইব্রাহিম নামে এক মাংস ব্যবসায়ী‌কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার সকালে উপজেলার সোনাপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এ অভিযান পরিচালনা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে মৃত ছাগলের মাংস বিক্রির বিষয়টি প্রমাণিত না হলেও ইব্রাহিম নামের ওই মাংস ব্যবসায়ী গতকাল জবাই করা ছাগলের মাংস ফ্রিজে রেখে আজকের জবাই করা ছাগলের মাংসের সাথে একই দামে বিক্রি করার কথা শিকার করেন।

তিনি আরও বলেন, ওই ব্যবসায়ী দুই রকম মানের মাংস বিক্রি করলেও তিনি মূল্যতালিকা প্রদর্শন করেন নাই এবং ভিন্ন ভিন্ন মানের দ্রব্য পৃথকভাবে চিহ্নিত করেন নাই। এতে করে তিনি ভোক্তার সাথে প্রতারণা করছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অভিযুক্ত বিক্রেতা ইব্রাহিমকে এক হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।

এছাড়া উপস্থিত বাজারের অন্যান্য ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করতে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়।জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়েই মধ্যেই ডাকসু নির্বাচন হতে হবে : ভিপি প্রার্থী আবিদুল
শুধু দলিলে স্বাক্ষর করলেই সংস্কার হয় না: রেহমান সোবহান
শ্রাবণ-অভিসারে আলোকরাগিণী
আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই : সিইসি
উলিপুরে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্ধোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft