আমারা আমাদের স্বজনদের জন্য আর কত অপেক্ষা করব?
গুম হওয়া নেতাদের ফিরে পেতে সিলেটে গুম পরিবারের মানববন্ধন
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:১৪ পিএম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে গুমের যে দুঃসহ বাস্তবতা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। আজ আন্তর্জাতিক গুম দিবসে আমরা স্মরণ করছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ শত শত নিখোঁজ নেতাকর্মীকে। বছরের পর বছর তাদের পরিবার কেবল অপেক্ষা আর অশ্রু দিয়ে সময় কাটাচ্ছে। গুম পরিবাররা স্বজনদের জন্য আর কত অপেক্ষা করবে? এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে স্পষ্ট করে জানাতে চাই- কবে আমাদের স্বজনদের ফিরে পাব, আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত একটি কমিশন করেছে। কিন্তু, এই কমিশন কার্যত অকার্যকর রয়েছে। এটি কার্যকর করে যারা এখন পর্যন্ত গুম রয়েছেন, তাদের অবস্থান বা পরিণতি জনগনের সামনে উপস্থাপন করুন।

শনিবার (৩০ আগষ্ট) দুপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির জাতীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ সকল স্বজনদের ফিরে পেতে আমরা গুম পরিবার, সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গুম নামক রাষ্ট্রীয় সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো জাতিকে শোকাহত ও আতঙ্কগ্রস্ত করেছে। প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরবে—এটাই মৌলিক অধিকার। অথচ এ দেশে আজও অনেক পরিবার জানে না তাঁদের প্রিয়জন কোথায়, বেঁচে আছেন নাকি আর নেই। এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্র হত্যার ঘৃণ্য রূপ।

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবিলম্বে আমাদের গুন হওয়া সকল নেতাকর্মী ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মেজর জিয়াউল আহসানকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করুন। তখনই সকল তথ্য বেরিয়ে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল হক, দপ্তর সম্পাদক সাঈদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ভাই ইশফাক আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল হক সোহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার জহিরুল উদ্দিন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরীর মোহাম্মদ সোহেল, মহানগর বিএনপি নেতা মুহিবুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পদক বোরহান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা রাসেল আহমদ, সামুন আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিস আক্তার, দিবা রানী দে বাবলি, বিএনপি নেতা আব্দুল আজিজ মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন রাজু, জেলা যুবদল নেতা আইনুল হক সুমন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ প্রমুখ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজুল ইসলাম খানের প্রীতিভোজ
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের
যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে : প্রধান উপদেষ্টা
ফের বাড়ল সোনার দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
নুরের ওপর হামলার ঘটনায় কর্মসূচি ঘোষণা করল জামায়াত
নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft